গাজী পাম্প ১ ঘোড়া দাম কত?

গাজী পাম্প ১ ঘোড়া দাম কত বিস্তারিত

আসসালামুয়ালাইকুম,আশাকরি ভালো আছেন। আপনি যদি পাম্প কিনতে চান তাহলে গাজী পাম্পের নাম অবশ্যই শুনে থাকবেন।কারন গাজীর পাম্পগুলো হয় উন্নত মানের। গাজীর বাজারে অনেক রকমের পানির পাম্প রয়েছে। তার মধ্যে আজকে আমি এই পোস্টে গাজী পাম্প ১ ঘোড়া দাম কত? তা নিয়েই আলোচনা করবো। জানতে হলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গাজী পাম্প ১ ঘোড়া দাম কত?

গাজীর ১ ঘোড়া পাম্পের কয়েকটি মোডেল বাজারে রয়েছে যার প্রত্যেকটার দাম আলাদা। যেমন একটার দাম ৭ হাজার টাকা তো আর একটার দাম ১০ হাজার টাকা। তাই বুঝার সুবিধার্থে গাজীর ১ ঘোড়া পাম্পের মোডেল অনুযায়ী দাম তুলে ধরা হলো

TJSW 10 মডেলের গাজী পাম্প ১ ঘোড়া দাম ৫,৭২০ টাকা

 গাজী ১ ঘোড়া পাম্পের TJSW যে মডেল টি যে বাজারে পাওয়া যায় তার মুল্য ধরা হয়েছে ৫ হাজার ৭ শত ২০ টাকা। ১ হোর্স পাওয়ারের এই পাম্পটিতে রয়েছে  ডেলিভারি লাইন ১ ইঞ্চি। এই পাম্পটির পানি উত্তলন ক্ষমতা ১০ থেকে ৭০ লিটার এবং এই পাম্পটিতে রয়েছে সেকশন পাওয়ার ১। এছাড়াও এই পাম্পে রয়েছে

  • হেড-  ৩২-২০
  • ক্ষমতা- ১ হোর্স পাওয়ার
  • ভোল্টেজ-  ২২০ v
  • উৎস- চীন 
  • পানি উত্তলন ক্ষমতা- ১০ থেকে ৭০ লিটার
  • সেকশন- ১ 
  •  ওয়ারেন্টি- ১ বছর
  • মডেল TJSW 10

১ বছরের মধ্যে কোন সমস্যা হলে তারা ফ্রি সার্ভিসিং করে দিবে বা চেঞ্জ করে দিবে

TJSW-3CL মডেলের গাজী পাম্প ১ ঘোড়া দাম ১০,১২০ টাকা

TJSW-3CL মোডেলের গাজীর যে পানির পাম্পটি রয়েছে তার দাম হচ্ছে ১০ হাজার ১ শত ২০ টাকা।এই পাম্পটিতে রয়েছে ১ ইঞ্চি ডেলিভারি পাইপ লাইন।TJSW-3CL মোডেলের পাম্পটির পানি উত্তলন ক্ষমতা ১২০ লিটার পর্যন্ত।এই পাম্পটির উৎপওি স্থল চীন তাইউফ।বিদ্যুৎ চালিত পাম্পটির সাকশন পাওয়ার ১.৫। মাম্পটির পর্যায় ১।এছাড়াও পাম্পটিতে রয়েছে

  • ক্ষমতা- ১.৫হোর্স পাওয়ার
  • হেড- ৫০-২০
  • ভোল্টেজ- ২২০ ভোল্ট
  • মডেল- TJSW-3CL
  • পানি উত্তলন ক্ষমতা- ১২০ লিটার
  • তৈরিকৃত কম্পানি- গাজী
  • ওয়ারেন্টি- ১ বছর
  • মুল্য- ১০,১২০ টাকা

100XL মডেলের গাজী পাম্প ১ ঘোড়া দাম ৭,০০০ টাকা

গাজী ১ ঘোড়া 100XL মডেলের পাম্পে রয়েছে ১ ইঞ্চি ডেলিভারি লাইন।পাম্পটির সেকসন পাওয়ার ১ এবং পাম্পটির ক্ষমতা ১ হোর্স পাওয়ার। এছাড়াও  100XL মডেলের পাম্পটিতে রয়েছে

  • পানি উত্তলন ক্ষমতা- ১০-৭০ লিটার
  • তৈরিকৃত কম্পানি- গাজী
  • হেড- ৩২-২০
  • মডেল TJSW-100XL
  • ডেলিভারি লাইন ১ ইঞ্চি
  • ওয়ারেন্টি- ১ বছর
  • মুল্যঃ ৭,০০০ টাকা 
  1. গাজী ৩ ঘোড়া পাম্পের দাম কত ২০২২

আজকে আমি এই পোস্টে গাজী পাম্প ১ ঘোড়া দাম কত?তা নিয়ে আলোচনা করেছি আশা করি ভালো লেগেছে। আর হ্যা আপনি যদি গাজী ১ ঘোড়া পাম্প কিনতে চান তাহলে অবশ্যই বাজারে গিয়ে ভালো করে যাচাই বাচাই করে তার পর কিনবেন।এই পস্টে শুধু মাত্র গাজী পাম্প ১ ঘোড়া দাম নিয়ে ধারনা দেওয়া হয়েছে। এখানকার দামের সাথে বাজারের দামের কিছুটা দামের তারতম্য হতে পারে। আপনি বুঝে শুনে পরে পাম্পটি ক্রয় করবেন

ধন্যবাদ।

আরোও

Post a Comment

Previous Post Next Post