মোবাইল গরম হওয়ার কারন কি? ৯টি কারন ও তার প্রতিকার-
আসাসালামুয়ালাইকুম, আজকের যুগে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ন বিষয়। প্রায় সবার হাতেই এখন মোবাইল ফোন দেখতে পাওয়া যায়।মোবাইল ব্যাবহার করতে করতে একাটা সময় কিছুটা গরম হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের হাতে থাকা মোবাইলটা যখন মাএা অতিরিক্ত গরম হয়ে যায় তখন তা আমাদের মাথা ব্যাথার কারন হয়ে দাড়ায়। কারন আমাদের ফোন অতিরিক্ত গরম হয়ার সাথে সাথে হাতে থাকা ফোনটি হ্যাং করা শুরু করে।এর গতি এত ধীর হয়ে যায় মনে হয় যেন কাজ করতে চাচ্ছে না। এছাড়াও আরও অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে।
আজকে আমরা এই পোস্ট এর মাধ্যমে মোবাইল গরম হওয়ার কারন কি কি?ও ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করণীয় বিষয় সম্পর্কে জানব।
{tocify} $title={Table of Contents}
মোবাইল গরম হওয়ার কারন কি কি?
১।মোবাইল বালিশের নিচে রেখে চার্জে দেওয়া। বালিশের নিচে মোবাইল রেখে চার্জে দিলে মোবাইল যখন চার্জ নেওয়া শুরু করে তখন মবাইলের গরম বাতাস বাহিরে বের হতে পারে না যার কারনে বালিশের নিচে থাকা মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়।
২।আপনি যদি মোবাইল ব্যাবহারের সময় একাধিক অ্যাপ মেবাইল এর ব্যাকরাউন্ডে রেখে মোবাইল ব্যাবহার করতে থাকেন আর আপনার মবাইলের র্যম যদি কম হয় তখন আপনার মোবাইল অতিরিক্ত গরম হতে পারে।
৩।আমারা অনেকেই আছি যারা মেবাইল ফুল চার্জ হবার পরেও মোবাইল চার্জে রাখি। অতিরিক্ত ফোন চার্জে রাখলে মেবাইল গরম হতে পারে।
৪।সূর্যের আলোতে মোবাইল কিছুক্ষন রাখলে মেবাইল অনেকটা গরম হয়ে যেতে পারে। কারন সূর্য হতে আসা আলোক রশ্মি মোবাইল শুষে নেয় যার ফলে মোবাইল আগের তুলনায় অতিরিক্ত গরম হয়ে যায়।
৫।আপনার মোবাইলের ব্রাইডনেস যদি আপনি সবসময় এর জন্য বাড়িয়ে রাখেন তাহলে আপনার ফোন দ্রুত গরম হতে পারে। এছাড়াও আপনার ফোনটি যদি কোন প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে ফোন গরম হতে পারে।
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং করে কিভাবে টাকা আয় করা যায়
৬।এমন কিছু ভারি মোবাইল এপ্লিকেশন বা গেম রয়েছে যা খেললে মোবাইল ফোন দ্রুত গরম হয়ে যায়। কারন যখন কোন ভারি মোবাইল এপ্লিকেশন বা গেম মোবাইল এ চালানো হয় তখন এর সমস্ত প্রেশার মোবাইল এর সিপিইউ তে এসে পড়ে। এক্ষেএে মোবাইল এর সিপিইউ যদি সেরকম ভালো না হয় আর মোবাইল এর র্যম যদি তুলনামূলক কম হয় তাহলে ফোন অতিরিক্ত গরম হওয়ার আশংকা থাকে।
৭।মোবাইলের আশেপাশের আবহাওয়া অনেক গরম হলে মোবাইল স্বাভাবিক থেকে গরম হতে থাকে।বিশেষ করে এই সমস্যাটা গরম কালে বেশি হয়ে থাকে। দীর্ঘ সময় একটানা বিরতিহীন ভাবে মোবাইল চালালে মোবাইল গরম হয়ে যায়।
৮।অনেক সময় অতিরিক্ত অ্যাপ মোবাইলে ডাউনলোড করার ফলে হাতে থাকা মেবাইলটি গরম হয়ে যেতে পারে। কারন মেবাইলের থাকা র্যম কম হলে মেবাইলে যখন আমরা বেশি অ্যাপ ডাউনলোড করি তখন মেবাইলের স্টোরেজ এর অভাব দেখা দেয় যার কারনে মোবাইল এর কোন অ্যাপ ব্যাবহার ব্যাবহার করার সাথে সাথে মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায়।
৯।সবসময় মোবাইলের চার্জ ১০০% বা ৯৫% উপরে রাখলে..কিছুক্ষন মোবাইল ফোনটি ব্যাবহার করার সাথে সাথে মেবাইলটি গরম হয়ে যায়। আমরা সকলেই চাই আমাদের মবাইলে যেন ৯৫% বা তারও উপরে চার্জ থাকে কিন্তু আমাদের মনে রাখা উচিত যে একটি মবাইলের জন্য সবসম্য ৯৫% চার্জ থাকে একটি খারাপ দিক কারন এক্ষেএে মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখা দেয় যার কারনে অতিরিক্ত চার্জ থাকাটা একটি মোবাইলের জন্য একদম ভালো দিক নায়।
কিছু কিছু সময় সফটওয়ার জনিত সমস্যার জন্যও মোবাইল গরম হতে পারে যেমন মেবাইলের নতুন কোন আপডেট আসলে আর সেটাকে আপডেট না দিয়ে ফেলে রাখলে এছাড়াও বেশ কয়েকদিন মোবাইলে থাকা আই-মেনেজার এ গিয়ে মোবাইলকে ক্লিন না করলে মোবাইল গরম হতে পারে।
- এন্ড্রয়েড ফোনের নিরাপত্তায় কিছু কার্যকর সমাধান
★ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করণীয় কি কি? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা
সমস্যা যেমন রয়েছে ঠিক তেমনি তার সমাধানও রয়েছে।এমন কিছু বিষয় রয়েছে আর এমন কিছু টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের বলে দেব যেগুলো ফলো করলে ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে পারেন।
প্রথমেই মনে রাখবেন আপনার মুল্যবান ফোনটিকে যখন চার্জে দিবেন তখন অবশ্যই ফাকা বা খোলা-মেলা জায়গায় রেখে চার্জে দিবেন যেন বাতাশ আসা যাওয়া করতে পারে।
এমন যায়গায় রাখবেন না যেন বাতাশ আসা যাওয়া না করতে পারে।
আপনি যখন আপনার মোবাইল ফোনটি ব্যাবহার করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যেন একাধিক অ্যাপ মেবাইল এর ব্যাকরাউন্ডে জমা হয়ে না থাকে।ব্যাকরাউন্ডে একাধিক অ্যাপ জমা হয়ে থাকলে অবশ্যই তা সরিয়ে ফেলবেন।
মোবাইল চার্জে থাকা কালীন কখোনই মোবাইল ব্যাবহার করবেন না। মোবাইল চার্জে থাকা কালীন মোবাইল এমনিতেই চার্জ গ্রহন করে গরম হতে থাকে এই সময় আপনি যদি মোবাইলটি ব্যাবহার করতে থাকেন তাহলে মোবাইলটি মাএা অতিরিক্ত গরম হয়ে যায়। যার কারনে মোবাইল চার্জে দিয়ে কখোনই মোবাইল ব্যাবহার করা উচিৎ নয়।
ব্রাইডনেস বাড়িয়ে মোবাইল ফোন ব্যাবহার করা যেন এখন একটি ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে ব্রাইডনেস বাড়িয়ে মোবাইল ফোন ব্যাবহার করলে মোবাইল এর চার্জ দ্রুত শেষ হতে থাকে আবার হাতে থাকা মোবাইলটিও দ্রুত গরম হয়ে যায়।
তাই অযথা আপনার মবাইলের ব্রাইডনেস বাড়িয়ে রাখবেন না। মোবাইলের সেটিং এ প্রবেশ করে ডিসপ্লে এন্ড ব্রাইডনেস এ গিয়ে আপনার ফোনের
ব্রাইডনেস কমিয়ে রাখবেন তা না হলে ব্রাইডনেস ওটো(Auto) সেটিং করে রাখবেন। ওটো(Auto) সেটিং করে দিলে হবে কি আপনার মেবাইলটি প্রয়োজন অনুযায়ী ব্রাইডনেস দেওয়া শুরু করবে।
যার ফলে মোবাইল যখন তখন গরম হবে না।
আপনার মোবাইল কে সুর্যের আলো থেকে দূরে রাখুন।কারন মোবাইলের স্কিন মাল্টি-টাস হওয়ার কারনে সুর্যের আলোকে সহযেই শুষে নিতে পারে।
যার দরুন আপনার হাতে থাকা মোবাইলটি মিনিটের মদ্ধেই গরম হয়ে যায়। তাই আপনি যখন বাড়ির বাহিরে আপনার মোবাইল কে ব্যাবহার করবেন তখন অবশ্যই সুর্যের আলো এড়িয়ে চলার চেস্টা করবেন।
- মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়
এমন কোন অযথা অ্যাপ ডাউনলোড করবেন না যেটি আপনার মোবাইলের অনেকটা জায়গা দখল করে নেয়। যার ফলে আপনার মোবাইল এর র্যম কমে যায়। এছাড়াও এমন কোন মোবাইল অ্যাপ ব্যাবহার করবেন না যেটি ব্যাবহার করলে আপনার মোবাইলে ভাইরাস আক্রান্ত হওয়ার আশংকা থাকে।এমন কোন অ্যাপ যদি আপনার মোবাইলে দীর্ঘদিন যাবৎ থাকে যেটি আপনি ব্যাবহার করেন না তাহলে তা দ্রুত আপনার মোবাইল থেকে সরিয়ে বা আন-ইনিস্টল করে ফেলুন। কারন অযথা অ্যাপ মোবাইল গরম হবার অন্যতম কারন।
অতিরিক্ত সময় গেম খেলবেন না। এছাড়াও এমন কিছু গেম রয়েছে যা কিছুক্ষণ খেললে গ্রাফিক্স এর প্রয়োজন হয়। আর গ্রাফিক্স এর প্রয়োজন মেটাতে মোবাইলে থাকা সিপিইউ অর্থাৎ প্রসেসরকে অনেক চাপ সামলাতে হয়। প্রসেসর এর উপর যখন চাপ বাড়তে থাকে তখন আপনার মেবাইল গরম হয়ে যায়।
আপনার মোবাইল এর ব্যাটারি পরিবর্তন করুন। একটি মোবাইল এর ব্যাটারি যে চিরকাল স্থায়ি হয়ে থাকবে তা কিন্তু নয়।মোবাইলের ব্যাটারির সমস্যা থাকলে তা পরিবর্তন করুন। তাহলে যদি নস্ট ব্যাটারির কারনে যদি আপনার ফোন গরম হয় তা আর হবে না
আপনার মোবাইলের সিস্টেমে যদি কোন প্রকার আপডেট আসে তাহলে দ্বিধা-দন্দ না করে সাথে সাথে আপনার মোবাইলের সিস্টেমে আপডেট দিয়ে দিন। কারন অনেকসময় সফটওয়্যার জনিত
কারনেও ফোন গরম হয়ে থাকে যা মোবাইলের সিস্টেমে আপডেট দেওয়ার পর ঠিক হয়ে যায়। এই পোস্ট এ আমি আপনাদের জানানোর চেস্টা করেছি কি কি কারনে আমাদের হাতে থাকা মোবাইল ফোন অতিরিক্ত গরম হয় এর পরবর্তিতে এই সমস্যার সমাধান নিয়ে কিছু আলোচনা করেছি। তার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার ফোনটি সার্ভিসিং করাবেন।
- ডাটা এন্ট্রি করে আয় করার উপায়
এরকম টেকনোলজি বিষয়ক বিভিন্ন বিষয় বস্তু জানতে আমাদের ওয়েবসাইট টি ফলো এবং ই-মেইল দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।তাহলে আমরা টেকনোলজি বিষয়ক কোন পোস্ট করার সাথে সাথে আপনার ই-মেইল এ অথবা আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ।
আরোও জানুন
- মোবাইল ঠান্ডা রাখার উপায়
Post a Comment